সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১০ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁর বাউন্সার সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শচীন তেণ্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারকে আউট করার আনন্দে তিনি উদ্ধত আচরণ করেছিলেন। শচীনের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সেই দৃশ্য দেখে। মনে মনে শচীন শপথ করেছিলেন, পরের ম্যাচে তিনি সবক শেখাবেন।
যাঁর কথা বলা হচ্ছে তিনি জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হেনরি ওলোঙ্গা। শচীনকে আউট করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শচীন ধরা দিয়েছিলেন অন্য অবতারে। নির্দয় হয়ে উঠেছিলেন জিম্বাবোয়ের বোলার ওলোঙ্গার উপরে। রাতারাতি আসমান থেকে জমিনে আছড়ে পড়েছিলেন এই ফাস্ট বোলার। শচীনের সেই নির্দয় প্রহার এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
ওলোঙ্গা নিজে কি ভুলতে পেরেছেন? অ্যাডিলেড টেস্টে জিম্বাবোয়ের প্রাক্তন এই পেসারকে দেখা গিয়েছে মাঠের বাইরে। তিনি পেশা বদলেছেন। চেহারাতেও পরিবর্তন এসেছে। ছবি এঁকে অর্থ রোজগার করেন। বৈচিত্র্য পছন্দ করেন। নিজের দেশ ছেড়েছেন। অস্ট্রেলিয়া এখন তাঁর দেশ। বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান মহিলাকে। দুই সন্তানের বাবা ওলোঙ্গা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই হেনরি ওলোঙ্গাকে মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন শচীন। ৯২ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন মাস্টার ব্লাস্টার। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। শচীনকে আউট করার পরে তাঁর মুখ উদ্ভাসিত হয়েছিল কিন্তু শচীনের কাছে বেধড়ক মার খাওয়ার পরে সেই ওলোঙ্গার শরীরী ভাষাই বদলে গিয়েছিল। কাঁধ ঝুলে গিয়েছিল তাঁর।
এহেন ওলোঙ্গার জীবন বিভিন্ন খাতে বাঁক নেয়। জিম্বাবোয়ের রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দেশ ছেড়েছিলেন তিনি। ধারাভাষ্যের কাজ করেন। পেশাদার গায়ক হিসেবেও তাঁকে দেখা যায়। সেই ওলোঙ্গা এখন চিত্রশিল্পী। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন ওলোঙ্গাকে ছবি আঁকতে দেখা গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ছবি এঁকে তার বিনিময়ে পারিশ্রমিক পান ওলোঙ্গা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি অস্ট্রেলিয়া ভালবাসি। আমার স্ত্রী অস্ট্রেলিয়ান। আমার দুই সন্তান। আঁকার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি বৈচিত্র্য পছন্দ করি।এক কাজ করতে আমার ভাল লাগে না।''
সেই কারণেই কখনও তিনি ধারাভাষ্যকার, কখনও পার্টটাইম কোচ, কখনও গায়ক আবার এখন চিত্রশিল্পী।
২০০৩ সালের বিশ্বকাপে শেষ বার ওলোঙ্গাকে জিম্বাবোয়ের জার্সিতে দেখা গিয়েছিল। ভারতের তারকা পেসার বুমরা তাঁর পছন্দের বোলার। ওলোঙ্গা বলেন, ''বুমরা সেরা। ডেলিভারি করার সময়ে ওর হাত একটু ছড়িয়ে যায়, তার ফলে উইকেট নিতে পারে শর্ট রান আপে বল করে। ওকে দেখে আমার ওয়াসিম আক্রমের কথা মনে পড়ে।''
শচীন ও ওলোঙ্গার সেই বিখ্যাত ডুয়েল প্রসঙ্গে কী বলছেন? জিম্বাবোয়ের প্রাক্তন পেসার বলছেন, ''ইউটিউবের জন্যওই ম্যাচটা সবার মনে রয়েছে। আমি ওকে আউট করেছিলাম। ফাইনালে শচীন উন্মাদ হয়ে গিয়েছিল। আমি প্রচুর রান দিয়েছিলাম। শচীন আমাকে প্রচণ্ড মেরেছিল।''
শচীনকে আউট করেই প্রচারে এসেছিলেন। আবার শচীনের কাছে মার খেয়ে তিনি মনে থেকে গিয়েছেন ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে।
নানান খবর
নানান খবর

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

রোহিতকে রানে ফিরিয়ে শত্রু শিবিরে যোগ দিলেন তিনি, হিটম্যান তাঁকেই জানালেন ধন্যবাদ

ভালভার্দের গোলার মতো শট, আর্সেনাল ধাক্কা কাটিয়ে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় রিয়ালের

'প্রাণ হারানোর ভয়ে চলে এসেছিলাম', বিস্ফোরক স্বীকারোক্তি বাংলাদেশের প্রাক্তন কোচের

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি